E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাংলাদেশ-কোরিয়ার মধ্যে ৯৫৩ কোটি টাকার ঋণ চুক্তি সই

২০২৪ জুন ২৮ ১৩:৫৬:২৩
বাংলাদেশ-কোরিয়ার মধ্যে ৯৫৩ কোটি টাকার ঋণ চুক্তি সই

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর একটি রেল কাম রোড সেতু নির্মাণে ৯৫৩ কোটি টাকা ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২৭ জুন) এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে ‘কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট পয়েন্টে রেল কাম সড়ক সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ঋণ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন। কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান উন হি সুং ঋণ চুক্তি দুটিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর ওপর একটি রেল কাম রোড সেতু নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিতকরণ, চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের অপারেশনাল সীমাবদ্ধতা দূরীকরণ, আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন।

কোরিয়া সরকারের কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। এই প্রকল্পে তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার ০ দশমিক ০১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ১৫ দশমিক ৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ দশমিক ৫ বছর।

অপরদিকে, ইডিপিএফ তহবিলের আওতায় ঋণ চুক্তির সুদের হার ১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছর। সুদের হার ও শর্তাবলি উভয় ঋণের ক্ষেত্রেই নমনীয়।

(ওএস/এএস/জুন ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test