E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

২০১৪ নভেম্বর ১৬ ১১:৪৫:২৮
ফরিদপুরে মার্সেল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরপুরে মেইন রোডে ১১ নভেম্বর উদ্বোধন হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম নিউ একতা ইলেকট্রনিক্স। এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরী মার্সেল ব্র্যান্ডের সকল প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। এই শো-রুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মালেক মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোঃ ইউসুফ মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক, জনাব মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক, পিআর এন্ড মিডিয়া, জনাব মোঃ রবিউল হাসান (সুমন) ফার্স্ট সিনিয়র সহকারী পরিচালক, জনাব মোঃ আব্দুস সবুর, এরিয়া ম্যানেজার মার্সেল এবং ডিস্ট্রিবিউটর মোঃ রাজিব হোসাইনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আর এজন্যই প্রতিটি গুরুত্তপূর্ণ স্থানে মার্সেলের এক্সক্লুসিভ শো-রুম স্থাপন করা হচ্ছে। যাতে ক্রেতাগন হাতের নাগালে সকল মার্সেল পন্যসামগ্রী অতি সহজেই পেতে পারে। তিনি আশা করেন খুব শীঘ্রই মার্সেল ব্র্যান্ড বাংলাদেশসহ বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে।

(এফএ/এইচআর/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test