E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারতীয় ক্রিকেটারবিহীন বর্ষ সেরাদের তালিকা প্রকাশ করলো আইসিসি

২০১৫ ডিসেম্বর ২৩ ১৯:৫২:৪০
ভারতীয় ক্রিকেটারবিহীন বর্ষ সেরাদের তালিকা প্রকাশ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষ সেরাদের তালিকা। ভারতীয় ক্রিকেটারবিহীন এই তালিকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাই আছেন শীর্ষে।

২০১৫-তে আইসিসির ক্রিকেটার অফ দ্য ইয়ার হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পাশাপাশি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার এর পুরস্কার পেয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ নিয়ে টানা দুবার এই পুরস্কার পেলেন এবি।

১৮ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর ২০১৫ এই সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার প্রাপ্তদের বেছে নেওয়া হয়েছে। এই সময়ের ব্যবধানে টেস্টে ২৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরিসহ ১,৭৩৪ রান করেছেন স্মিথ। ২০১৫ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বড় অবদান ছিল স্মিথের।

প্রত্যাশিত ভাবেই বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার পেলেন ডি ভিলিয়ার্স। ২০টি ইনিংসে দুইটি সেঞ্চুরি ও নয়টি হাফ-সেঞ্চুরিসহ ১,২৬৫ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক। টি-টোয়েন্টি ফরমেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ফাফ ডু প্লেসিস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬ বলে ১১৯ রানের ইনিংসের জন্য এই পুরস্কার পেলেন প্রোটিয়া অল-রাউন্ডার। ‘আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড।

এক নজরে পুরস্কার প্রাপ্তরা:

আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
আইসিসি টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
আইসিসি ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- ফ্যাফ ডু প্লিসিস (দক্ষিণ আফ্রিকা)
আইসিসি উইমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার- মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
আইসিসি উইমেন টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার- স্ট্যাফিনি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
আইসিসি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার- জোস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অফ দ্য ইয়ার-খুরাম খান (ইউএই)
আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড- ব্রেন্ডন ম্যাকালাম (নিউজিল্যান্ড)
আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার- রিচার্ড কেটেলব্রো

(ওএস/পি/ডিসেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test