E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টেস্টেও ভালো করার আশাবাদ মুশফিকের

২০১৫ জুলাই ১৮ ১৯:১৪:৫২
টেস্টেও ভালো করার আশাবাদ মুশফিকের

স্পোর্টস ডেস্ক : ঈদ-উল-ফিতরের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। আগামী মঙ্গলবার সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুশফিক, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তাও তাদের সঙ্গে নামাজ পড়েছেন।

পরে হোটেলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি জানান, দেশে এই প্রথম বাবা-মাকে ছাড়া ঈদ করছেন। তবে স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি তার সঙ্গেই রয়েছেন।

তিনি আরও যোগ করেছেন, ‘অন্যরকম লাগছে। ঈদের আগে আমরা ওয়ানডে সিরিজে ভাল করেছি, ঈদের পর টেস্ট সিরিজে ভাল করতে চাই। এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

ঈদের জন্য ২ দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। ৮ জন ছুটি কাটাতে হোটেল ছাড়লেও থেকে গেছেন মুশফিকসহ ৬ জন।

ঈদে দেশের সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে মুশফিক বলেছেন, ‘যে যেখানেই থাকুন, নিরাপদে থাকুন, ভাল থাকুন। ঈদ ভালভাবে উদযাপন করুন। সবার সঙ্গে মিলে আনন্দ করুন।’

সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ নামাজ শেষে আসেন টিম হোটেলে। তিনি জানান, রবিবার ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। আর পরদিন থেকেই অনুশীলন শুরু হবে।

(ওএস/পিএস/জুলাই ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test