E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগের ডিমেরিট পয়েন্টই কাল হলো হৃদয়ের

খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে

২০২৫ এপ্রিল ২৭ ১৪:২২:৪৬
খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আউট হওয়ার পর উইকেটে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি এবং কথা বলার অপরাধে আবারও শাস্তির খড়গ নেমে এসেছে তাওহিদ হৃদয়ের ওপর। আবারও শাস্তির মুখে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটার। কী সেই শাস্তি? শনিবার রাত থেকেই খবর চাওর হয়ে গেছে, অন্তত এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক।

রবিবার সকালে ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার নিশ্চিত করেছেন, হৃদয়কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ডানহাতি ব্যাটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

বলার অপেক্ষা রাখে না, এক ডিমেরিট পয়েন্টের জন্য কিছুতেই নিষিদ্ধ হন না হৃদয়। কিন্তু আগে থেকেই নামের পাশে ৭ ডিমেরিট পয়েন্টই কাল হয়েছে দাঁড়িয়েছে। যে কারণে আপনা-আপনিই নিষেধাজ্ঞার খাড়ায় ঝুলতে হবে হৃদয়কে। সেটি অন্তত এক বা দুই ম্যাচের জন্য।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্র রোববার মধ্যাহ্নে জাগো নিউজকে নিশ্চিত করেছেন, আগের ৭ ডিমেরিট পয়েন্টের সঙ্গে গতকালের ১ ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাড়িয়েছে ৮। এতে করে তাকে অন্তত এক ম্যাচ নিষিদ্ধ থাকতেই হবে।

সূত্র আরও জানায়, হৃদয়কে দুই থেকে চার ম্যাচের সাসপেন্ড করে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। সে চিঠি হৃদয় আর মোহামেডানের কাছে চলেও গেছে।

তার মানে আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) আবাহনীর সাথে যে অঘোষিত লিগ ফাইনাল, তাতে খেলতে পারবেন না হৃদয়।

শনিবার গাজী গ্রুপের লেগস্পিনার ওয়াসি সিদ্দিকীর বলে পারভেজ জীবনের হাতে ক্যাচ হওয়ার পরও উইকেটে দাঁড়িয়েছিলেন হৃদয়। এরপর বিরক্তি প্রকাশ করে কিছু একটা বলতে দেখা যায় ডানহাতি ব্যাটারকে।

আম্পায়ারের অভিযোগ, আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে কিছু একটা বলেছেন হৃদয়। আম্পায়ারের ভাষ্যমতে, হৃদয় নিজেকে নটআউট দাবি করেছেন। কিন্তু মোহামেডান কর্তাদের দাবি, হৃদয় আম্পায়ারের বিপক্ষে কোনো কথাই বলেননি। নিজের ওপরই ক্ষোভ ঝেড়েছেন।

এই পরষ্পর বিরোধী কথাবার্তার সত্যিকার সুরাহা হয়নি গতকাল। ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপারও ওত জটিলতায় যাননি। তিনি ১ ডিমেরিট পয়েন্ট আর ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন শুধু। কিন্তু যেহেতু হৃদয়ের আগে আরও ৭ ডিমেরিট পয়েন্ট আছে, তাই শাস্তি বেড়ে ম্যাচ নিষেধাজ্ঞা পর্যন্ত চলে গেছে।

(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test