E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিএসজির অপরাজিত থাকার গর্ব কেড়ে নিলো নিসে

২০২৫ এপ্রিল ২৬ ১৩:১৩:৪১
পিএসজির অপরাজিত থাকার গর্ব কেড়ে নিলো নিসে

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে আগেই শিরোপা নিশ্চিত করে ফেলেছিলো পিএসজি। এরপর তাদের বড় লক্ষ্য ছিল এই লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে মৌসুম শেষ করা। সে লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ৩০টা ম্যাচ অপরাজিত থেকে শেষ করে ফেলেছিলো তারা।

কিন্তু পিএসজির অপরাজিত থাকার এই ইচ্ছায় বাগড়া বসিয়েছে নিসে। শুক্রবার রাতে নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে নিসের মুখোমুখি হয়েছিল পিএসজি। এই ম্যাচে জয় তো দুরে থাক, ড্র’টাও করতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা।

ঘরের মাঠেই নিসের কাছে তারা হেরেছে ১:৩ গোলের ব্যবধানে। সে সঙ্গে অপরাজিত থাকার রেকর্ডটাও ভাঙলো পিএসজির। সে সঙ্গে পিএসজিকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জোরালো সম্ভাবনা তৈরি করেছে নিসে।

৬ ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবার এবং রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছিলো পিএসজি। সুতরাং, নিসের কাছে হারেও শীর্ষস্থান হারানোর কোনো শঙ্কা নেই এখন। ৩১ ম্যাচে তাদের অর্জন ৭৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে নিসে।

ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে মনে হবে পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি নিসে। ম্যাচের ৭৬ ভাগ বলের দখল ছিল পিএসজির। মাত্র ২৪ ভাগ নিসের। অর্থ্যাৎ ম্যাচজুড়ে খেলেছে পিএসজির ফুটবলাররা। নিসে শুধু আক্রমণ ঠেকিয়েই গেছে এবং সুযোগ যা পেয়েছে, তা কাজে লাগিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে।

পিএসজি নিসের গোল লক্ষ্যে শট নিয়েছে ১৩টি। ফিনিশ করতে পেরেছে মাত্র একটি। অন্যদিকে নিসে পিএসজির গোল লক্ষ্যে শটই নিয়েছে মাত্র ৩টি এবং সবগুলোই আশ্রয় পেয়েছে পিএসজির জালে।

ম্যাচের প্রথম আধঘণ্টায় একের পর এক সুযোগ তৈরি করেছে পিএসজি। অথচ, গোলের দেখা মেলেনি। অন্যদিকে ধারার বিপরীতে গোর করে বসে নিসে। ৩৬তম মিনিটে প্রথম শট নেয় তারা এবং সেটি খুঁজে পায় পিএসজির জাল। শটটি নিয়েছিলেন মরগ্যান স্যানসন।

৪১তম মিনিটে গোলটি শোধ করে পিএসজিকে সমতায় ফেরান ফ্যাবিয়ান রুইজ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার নিসেকে এগিয়ে দেন মরগ্যান স্যানসন। ৭০তম মিনিটে পিএসজিকে স্তব্ধ করে নিসের জয় নিশ্চিত করা গোল করেন ইউসুফ এনদাইশিমিয়ে।

পিএসজি কোচ লুইস এনরিকে ম্যাচটির আগে বলেছিলেন, যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে হয়, তাহলে তিনি নিসের কাছে হেরেও সন্তুষ্ট থাকবেন। অবশেষে নিসের কাছে হেরে ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙার পরও তিনি সেই একই আশা ধরে রেখেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আর্সেনালের।

(ওএস/এএস/এপ্রিল ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test