E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদক মামলায় জামিন পেলেন নিকোলাস কির্টন

২০২৫ এপ্রিল ০৬ ১৩:১১:৪২
মাদক মামলায় জামিন পেলেন নিকোলাস কির্টন

স্পোর্টস ডেস্ক : মাদক মামলায় আটক কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টন জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগের উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকায় তাকে জামিন দিয়েছেন বার্বাডোজের আদালত।

রবিবার বার্বাডোজে অবতরণের পর কির্টনকে আটক করেছিল পুলিশ। স্টারকম নেটওয়ার্কের এক প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে গাঁজা রাখা, পাচার, আমদানি এবং সরবরাহের অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সকালে তিনি আদালতে হাজির হন এবং জামিন পান। ২ জুন আদালতের শুনানির জন্য তাকে বার্বাডোজে ফিরে যেতে হবে।

বার্বাডোজে জন্মগ্রহণকারী কির্টন কানাডায় আসার আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ এবং বার্বাডোজের হয়ে খেলেছেন। এরপর থেকে তিনি কানাডা জাতীয় দলে সুযোগ পান। দেশের হয়ে ২১টি ওয়ানডে খেলে এখন পর্যন্ত করেছেন ৫১৪ রান। এছাড়া ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬২৭ রান করেছেন কির্টন।

কির্টন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার নেতৃত্ব দেননি, তবে তিনি ১৪০.২৭ স্ট্রাইক রেটে তিনটি ম্যাচে ১০১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার একমাত্র জয়ে তিনি ম্যাচসেরা হয়েছিলেন। সে ম্যাচে ৩৫ বলে ৪৯ রান করেন কির্টন। এছাড়া ২০২০ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে তিনটি সিপিএল খেলায়ও অংশ নেন তিনি।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test