E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডেভেলপমেন্ট হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা

২০২৫ মার্চ ২৩ ১৪:০৮:০৫
ডেভেলপমেন্ট হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা

স্পোর্টস ডেস্ক : বছরজুড়ে ট্রেনিংয়ের মধ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরাই যে ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হবে, সেটা অনুমিতই ছিল। গ্রুপ পর্বের ৫ ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বিকেএসপি। তাদের জয়ের ব্যবধান ছিল ১৫ থেকে ১৮ গোলের ব্যবধানে।

পাঁচ ম্যাচে ৮২ গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। সেমিফাইনালে রাজশাহীকে হারিয়েছে ৮-০ গোলে। এমন ধারাবাহিকতায় ফাইনালে ওঠা দলটির কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কিশোরগঞ্জ কত গোল খায়, সেটিই ছিল দেখার। এর আগে গ্রুপ পর্বে দুই দলের দেখায় বিকেএসপির জয় ছিল ১৫-০ গোলে।

শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেই কিশোরগঞ্জ গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়ে হেরেছে ৮-০ ব্যবধানে।

কিশোরগঞ্জ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল যশোরের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিশোরগঞ্জের মেয়েরা জিতেছিল ২-১ ব্যবধানে।

ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উপস্থিত ছিলেন স্পন্সর ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান।

(ওএস/এএস/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test