E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউরোপে আরও একটি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের অনুমোদন

২০২৫ মার্চ ২০ ১৪:২৫:২১
ইউরোপে আরও একটি টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের অনুমোদন

স্পোর্টস ডেস্ক : একদিকে চলছে সৌদি আরবের অর্থায়নে ‘গ্র্যান্ডস্লাম ক্রিকেট’ আয়োজনের তোড়জোড়। ৬ হাজার কোটি টাকার এই লিগ কিভাবে আয়োজন হবে, কে কে থাকবে, কারা সমর্থন করবে আবার কারা সমর্থন করবে না, তা নিয়ে চলছে তুমুল আলোচনা।

এরই মধ্যে আসলো নতুন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের খবর। আগামী জুলাই থেকে আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-২০ লিগ বা ইটিপিএল। আইসিসি এরই মধ্যে এই নতুন ফ্রাঞ্চাইজি লিগের অনুমোদন দিয়ে দিয়েছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস যৌথভাবে এই লিগের আয়োজন করতে যাচ্ছে।

ইটিপিএলে দলের সংখ্যা হবে ৬টি, ম্যাচ হতে মোট ৩৩টি। খেলা অনুষ্ঠিত হবে দুটি শহরে, আয়ারল্যান্ডের ডাবলিন এবং নেদারল্যান্ডসের রটারডামে। গত ১৮ মার্চ এই লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি।

ইটিপিএলের ধারণা এবং বাস্তবায়ন করতে যাচ্ছে ইউরোপের ক্রিকেট খেলুড়ে তিন দেশ। ৬ দলের মধ্যে প্রতি দেশ থেকেই নেয়া হচ্ছে সমান দুটি করে দল। প্রতিটি দলে থাকতে হবে ৮জন স্বদেশি খেলোয়াড়, একজন থাকবে হবে ইউরোপের যে কোনো দেশের। এর উদ্দেশ্যই হচ্ছে স্থানীয় এবং আঞ্চলিক ক্রিকেটারদের নার্সিং করা, তাদের খেলার মান উন্নতি করা।

ইটিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অন্য ফ্রাঞ্চাইজি লিগগুলো তাদের দেশের বোর্ডদ্বারা সমর্থিত। তবে ইটিপিএল ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং ক্রিকেট নেদারল্যান্ডসের ঐক্যবদ্ধ সমর্থন নিয়ে এগিয়ে যাবে, এই অঞ্চল জুড়ে খেলাটির বিকাশের জন্য এক অভূতপূর্ব সহযোগিতা এবং ভূমিকা পালন করবে।’

আইপিএল যেমন একটি বিশাল বাজার দখল করে আছে ইটিপিএল তেমনটা পারবে কি না, এমন প্রশ্নের জবাবও দিয়েছে তারা। জানিয়েছে, গভীর মার্কেটিং পরিকল্পনা রয়েছে তারা। লিগ কর্তৃপক্ষ আশা করছে, ইউরোপের পুরো বাজারকে তারা ধরতে পারবে।’

(এসকেডি/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test