E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বার্সা তারকাকে কিনতে ৯২৯ কোটি টাকার প্রস্তাব ম্যানইউর

২০২৫ মার্চ ১৯ ১৩:২৩:৩৯
বার্সা তারকাকে কিনতে ৯২৯ কোটি টাকার প্রস্তাব ম্যানইউর

স্পোর্টস ডেস্ক : স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড পথ হারিয়েছে। চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক, এখন সেরা দশেও থাকে না। একের পর এক কোচ পরিবর্তন করেও পরিস্থিতির উন্নতি হয়তি। এবার নতুন কোচ রুবেন আমোরিমকে আনার পর অনেকেই ভেবেছিল, অবস্থার উন্নতি হবে।

কিন্তু না, আগের চেয়ে বরং খারাপ পরিস্থিতি ম্যানইউর। যে কারণে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই আগামী মৌসুম নিয়ে ভাবতে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি। যে কারণে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার কাছে লোভনীয় এক প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ম্যানইউ।

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে দলে ভেড়াতে চায় ম্যানইউ। এ কারণে তাকে কিনতে বার্সাকে ৭০ মিলিয়ন ইউরোর (প্রায় ৯২৯ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে রেড ডেভিলরা। এ নিয়ে এখন ইউরোপের ফুটবলে তোলপাড়।

বিস্ফোরক গতি, অসাধারণ স্কিল এবং প্রতিপক্ষের ডিফেন্সে ভীতি তৈরিতে দারুণ ক্ষমতার জন্য পরিচিত এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ইউরোপিয়ান ফুটবলে এ কারণেই সবচেয়ে বেশি প্রশংসিত রাীফনা। ম্যানইউ এ কারণেই রাফিনহাকে নেয়ার জন্য মাঠে নেমেছে। সাম্প্রতিক সময়ে এটা তাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে, সে সঙ্গে রাফিনহাকে পাওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে নিজেরে এগিয়ে রাখলো।

বার্সেলোনা এই প্রস্তাব নিয়ে কী ভাবছে তা জানা যায়নি। তবে এই ব্রাজিলিয়ান তারকাকে নিশ্চিতভাবেই এ মুহূর্তে হারাতে চাইবে না বার্সা। কারণ, এবারের মৌসুমেই স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪২ ম্যাচে ২৭টি গোল করেছেন রাফিনহা। সে সঙ্গে ১৮ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

স্প্যানিশ লা লিগায় এখনও পর্যন্ত শীর্ষে আছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগেও অনায়াসে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। বার্সার যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, হান্সি ফ্লিক যে দলটিবে গড়ে তুলেছেন, সেখানে সেস্টার পয়েন্টে আছেন বলা যায় রাফিনহা।

সুতরাং, তাকে এ মুহূর্তে বার্সা ছাড়বে কি না সন্দেহ। তার সঙ্গে তাই চুক্তি নবায়নেরও আলোচনা চলছে। আবার অন্যদিকে আর্থিক সমস্যা থাকায় এমন লোভনীয় প্রস্তাব ছেড়ে দেয়াও বার্সার জন্য কঠিন। সামনের দিনগুলোতে বোঝা যাবে, আসলে পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায়।

(ওএস/এএস/মার্চ ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test