E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

৭২ ঘণ্টার বিরতি না পেলে ম্যাচ বয়কট করবে রিয়াল

২০২৫ মার্চ ১৬ ১৬:১১:০০
৭২ ঘণ্টার বিরতি না পেলে ম্যাচ বয়কট করবে রিয়াল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ১২০ মিনিট আতেলতিকো মাদ্রিদেরক বিপক্ষে লড়াই করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এর ঠিক ৭২ ঘণ্টা ‍পার না হতেই লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে হয়েছে তাদের।

এতে খেলোয়াড়দের উপর ব্যাপক চাপ পড়েছে। যা মাঠের চিত্রতেই দেখা গেছে। এমনটা যদি আবার হয়, তবে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন দলটির কোচ।

গতকাল রাতে ভিয়ারিয়ালের মাঠে ২-১ ব্যবধানের জয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। হুয়ান ফয়থের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। পাঁচ মিনিটের মধ্যে আরও একটি গোল করে দলকে জেতান ফরাসি এই তারকা। কিন্তু বিরতির পর দেখা যায় ভিন্ন ছিত্র। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে বসে-শুয়ে পড়তে দেখা যায়।

কারণ ব্যস্ত সূচি। চ্যাম্পয়ন্স লিগে লম্বা সময় লড়াই করার পর ৭২ ঘণ্টা না পেরোতেই মাঠে নামতে হয় তাদের। অথচ ফিফা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ম্যাচ না খেলানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। এবার খেললেও অবশ্য ভবিষ্যত নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি মনে করি আজ শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম। ভবিষ্যতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটাই শেষবার। ’

৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘না, অবশ্যই না। ’

এই ম্যাচ শেষে শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। রিয়ালের পরবর্তী ম্যাচে আগামী ৩০ মার্চ। ঘরের মাঠে লেগানেসকে মোকাবেলা করবে তারা।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test