E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সান্তোসে ফিরে প্রথম গোল-অ্যাসিস্ট নেইমারের

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৩:০২:০৮
সান্তোসে ফিরে প্রথম গোল-অ্যাসিস্ট নেইমারের

স্পোর্টস ডেস্ক : সান্তোসে ফিরে প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার জুনিয়র। মাঠেও ছিলেন নিষ্প্রভ।

তবে এবার কিছুটা ঝলক দেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেনও একটি।

রোববার সাও পাওলো রাজ্য চ্যাম্পিয়নশিপ ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সান্তোস। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন নেইমার। ম্যাচের ১৪তম মিনিটে গোলের দেখা পান বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকা।

এরপর ২৬তম মিনিটে থাসিয়ানো এবং ৭০তম মিনিটে গুইলেমে গোলের দেখা পান। এর মধ্যে গুইলেমের গোলে অ্যাসিস্ট করেন নেইমার। মাঝে ৪৩তম মিনিটে একটি গোল শোধ করেন আগুয়া সান্তার নেতিনহো।

এখন পর্যন্ত সান্তোসে ফিরে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি নেইমার। প্রথম তিন ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। তবে হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠার পর রোববারই প্রথম ছন্দে ফিরেছেন তিনি।

প্রায় এক বছর মাঠের বাইরে কাটানোর পর গত অক্টোবরে ফেরেন নেইমার। এরপর গত মাসে সৌদি আরবের ক্লাব আল-হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ব্যস্ত থাকায় আল-হিলালের হয়ে মাত্র ৭ ম্যাচে মাঠে নামতে পেরেছেন তিনি এবং গোল করেছেন মাত্র ১টি।

গত মাসে সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন নেইমার। তবে চুক্তির মেয়াদ বৃদ্ধির সুযোগ আছে।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে নিজের প্রথম মেয়াদে ২২৫ ম্যাচ খেলে ১৩৮ গোল করেছিলেন নেইমার। এরপর বার্সেলোনায় যোগ দেন তিনি। সেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলে সম্ভাব্য সব শিরোপা জেতার স্বাদ পেন।

তবে ২০১৭ সালে ট্রান্সফার ফি'র বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে পাড়ি জমান নেইমার। কিন্তু সেখানেও চোট আর বিভিন্ন সমস্যার কারণে কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। এরপর ২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরোয় আল-হিলালে যান এই ৩৩ বছর বয়সী তারকা।

(ওএস/এএস/১৭ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test