E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভারতকে একজনের ওপর নির্ভরশীল না হতে বললেন হরভজন

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৪:২১:৩৯
ভারতকে একজনের ওপর নির্ভরশীল না হতে বললেন হরভজন

স্পোর্টস ডেস্ক : জাসপ্রিত বুমরাহ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না, এটা ভেবে ভেবেই যেন ভারতীয় ক্লান্ত। একজন ক্রিকেটের অভাব যেন খুব বেশি অনুভব করছেন তারা। বুমরাহ না থাকাটা দলের ওপর দারুণ প্রভাব ফেলবে বলে ধারণা অনেকের। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ।

ক্রিকেটাররাও বোধহয় ভিন্ন কিছু ভাবছেন না। অনেকের মধ্যে এ নিয়ে মানসিক চাপ ও হীনমন্যতা কাজ করতে পারে। সেসব ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং।

হরভজন নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’

হরভজন নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেবারিট হিসেবে বেছে নিয়েছেন। ভারতের এই প্রাক্তন অফস্পিনার মনে করেন, ভারত এখনও বোলিং আক্রমণে বৈচিত্র্য ধরে রেখেছে এবং ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে।

তিনি মনে করেন, দলে অনেক অভিজ্ঞা ক্রিকেটার আছেন। রোহিত শর্মার রানে ফেরার বিষয়টি সামনে এনেছেন হরভজন।

সাবেক এই স্পিনার বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফেবারিট। (জাসপ্রিত) বুমরাহ একটি বড় শক্তি, যে ম্যাচ জেতাতে পারে। তবে বুমরাহ না থাকলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেমন অর্শদিপ (সিং), (মোহাম্মদ) শামি, কুলদীপ (যাদব) এবং (রবীন্দ্র) জাদেজা।’

কেন ভারত ফেবারিট? হরভজনের ব্যাখ্যা, ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে বোলাররাও ভালো পারফর্ম করেছেন।

তিনি স্বীকার করেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে শেষ ওভারে বুমরাহর বোলিং মিস করা হবে। তবে তিনি মনে করেন, বড় টুর্নামেন্ট জিততে হলে দলকে বুমরাহ ছাড়া খেলতে শেখা উচিত।

হরভজন বলেন, ‘আমি ভারতকে ফেবারিট বলি কারণ এর সক্ষমতা রয়েছে। রোহিত (শর্মা) ফর্মে ফিরেছেন, বিরাট (কোহলি) রান করেছেন, শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার ধারাবাহিকভাবে রান করছেন। তাই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ভালো করছে।’

‘আমার মনে হয়, শেষ কয়েক ওভারে যখন প্রতিপক্ষের হাতে দুই-তিনটি উইকেট থাকবে এবং কিছু রান দরকার হবে, তখন বুমরাহর অনুপস্থিতি অনুভূত হবে। তবে আমি মনে করি, যদি আপনি টুর্নামেন্ট জিততে চান, তাহলে বুমরাহ ছাড়া খেলার কৌশল শিখতে হবে’ তিনি যোগ করেন।

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পান বুমরাহ। সিডনি টেস্টের সময় তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাচের মাঝপথে সরে পড়েন।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও ছিলেন বুমরাহ। ভারতীয়দের প্রত্যাশা ছিল, টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সর্বশেষ স্বাস্থ পরীক্ষায় জানা গেছে, এখনও মাঠে ফেরার জন্য কিছুটা সময় প্রয়োজন বুমরাহর। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিয়ে প্রধান পেসারকে দলে নিতে চায়নি।

(এসএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test