E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অ্যাথলেট রোনালদো

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৮:২৪:২৫
আবারও বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অ্যাথলেট রোনালদো

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই ৪০ বছরে পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এক হাজার গোলের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এই তারকা ফুটবলার। এরই মাঝেই আরেকটি অর্জনেরও দেখা পেলেন তিনি। এবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের সিংহাসনটি দখল করেছেন পর্তুগিজ কিংবদন্তি।

খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’র প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। টানা দ্বিতীয়বার আয়ে সবার ওপরে আল নাসর তারকা। গত বছর রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার বা প্রায় ৩১৫০ কোটি টাকা।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর থেকে শুধু পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। বিভিন্ন স্পনসর চুক্তি থেকে পেয়েছেন আরও সাড়ে চার কোটি ডলার।

শীর্ষ আয়কারী অ্যাথলেটদের মধ্যে রোনালদোর আয় বছরে অন্তত ২০ কোটি ডলার ছুঁয়েছে। রোনালদো এ নিয়ে টানা আট বছর অন্তত ১০ কোটি ডলার আয় করলেন। গত বছরও ২০ কোটি ডলার ছুঁয়েছিল। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর এ পর্যন্ত ক্যারিয়ারে রোনালদোর মোট আয় ১৮০ কোটি ডলার।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি। গত বছর পারিশ্রমিক বাবদ ৫ কোটি ৩৮ লাখ ডলার এবং বিভিন্ন স্পনসর থেকে ১০ কোটি ডলার আয় করেছেন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের এই তারকা। সব মিলিয়ে গত বছর কারির মোট আয় ১৫ কোটি ৩৮ লাখ ডলার।

১৪ কোটি ৭০ লাখ ডলার আয় করে এই তালিকার তিনে ৩৬ বছর বয়সী সাবেক বক্সার টাইসন ফিউরি। বাকি ৭০ লাখ ডলার আয় করেছেন স্পনসর চুক্তি থেকে। চারে রয়েছেন আরেক বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

গত বছর মোট ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন ৩৭ বছর বয়সী এই ইন্টার মায়ামি তারকা। পারিশ্রমিক বাবদ ৬ কোটি ডলার এবং স্পনসর চুক্তি থেকে সাড়ে ৭ কোটি ডলার আয় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ১৩ কোটি ৩২ লাখ ডলার আয় করে পাঁচে বাস্কেটবল কিংবদন্তি ৪০ বছর বয়সী লেব্রন জেমস।

অন্যদিকে সান্তোসে ফেরা নেইমার গত বছর ১৩ কোটি ৩০ লাখ ডলার আয় করে তালিকার ছয়ে। আল ইত্তিহাদের ফরাসি তারকা করিম বেনজেমা ১১ কোটি ৬০ লাখ ডলার আয় করে আটে। ১১ কোটি ডলার আয় করে নয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

সব মিলিয়ে শীর্ষ ১০০ আয়কারী অ্যাথলেটদের মোট আয় ৬২০ কোটি ডলার। গত বছরের তুলনায় যা বেড়েছে শতকরা ১৪ শতাংশ। অবাক করা বিষয়, শীর্ষ ১০০ আয়কারী অ্যাথলেটের তালিকায় গত বছরের মতো এবারও কোনো নারী অ্যাথলেট জায়গা করে নিতে পারেননি।

স্পোর্টিকোর এবারের তালিকায় মোট ৮টি খেলার ২৭টি দেশের অ্যাথলেটরা জায়গা করে নিয়েছেন। বেতন, বোনাস ও প্রাইজমানি মিলিয়ে এই তালিকায় অ্যাথলেটদের মোট আয় ৪৮০ কোটি ডলার। স্পনসর ও অন্যান্য খাত থেকে অ্যাথলেটদের মোট আয় ১৪০ কোটি ডলার।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test