E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৩:০৭:৪৪
১৪ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। গলে চতুর্থ দিনেই পাওয়া এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল অজিরা।

১৪ বছর পর লঙ্কানদের মাটিতে টেস্ট সিরিজে জয় পেল অস্ট্রেলিয়া। এর আগে সিরিজ জিতেছিল ২০১১ সালে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ২৫৭ রানের জবাবে অস্ট্রেলিয়া তুলেছিল ৪১৪ রান। সফরকারীদের ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি হাঁকান সেঞ্চুরি।

এরপর স্বাগতিকদের ২৩১ রানে অলআউট করে দেন অজি বোলাররা। পরে ১ উইকেটে ৭৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে নিশান পেইরিসের বলে কিছুটা হিমশিম খান অজি ওপেনার ট্রাভিস হেড। পরে প্রবাথ জয়সুরিয়ার বলে কাট শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি।

তবে বাকি পথ সহজেই পাড়ি দেন উসমান খাজা (২৭) ও মার্নাস লাবুশেন (২৬)। দুজনেই অপরাজিত থাকেন। জয় নিশ্চিত হওয়ার ওভারটি করেন ১০০তম টেস্ট খেলে বিদায় নেওয়া দিমুথ করুণারত্নে।

লঙ্কানদের সর্বনাশ অবশ্য আগেই হয়ে গেছে দুই অজি স্পিনার ম্যাথু কুনেম্যান ও নাথান লায়নের কারণে। দুজন মিলে সিরিজে শ্রীলঙ্কার ৪০ উইকেটের মধ্যে ৩০টিই তুলে নিয়েছেন। কুনেম্যানের ১৬টির সঙ্গে লায়ন নিয়েছেন ১৪টি।

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে নেমে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকানোর পর প্রথম অস্ট্রেলিয়ান ও সবমিলিয়ে পঞ্চম ফিল্ডার হিসেবে টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক গড়েন স্মিথ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test