E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:০৭:৫৪
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি যত এগিয়ে আসছে, অস্ট্রেলিয়ার বিপদ যেন ততোই বাড়ছে। অবস্থা এমন যে, ঘোষিত ১৫ জনের স্কোয়াড ঠিকঠাক রাখতে পারছে না তারা।

ইনজুরিতে অলরাউন্ডার মিচেল মার্শের ছিটকে যাওয়ার ঘটনা পুরনো হওয়ার আগেই অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউডের ব্যাপারে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যাবে অজিরা। দলের অধিনায়ক হিসেবেও নতুন কাউকে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আজ 'এসইএন' রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে দলের ইনজুরি পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, 'কামিন্স বোলিং করতে পারছে না, ফলে তার না খেলার সম্ভাবনাই বেশি। ফলে আমাদের এখন নতুন অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ ও ট্রাভিস কথা হয়েছে। তাদের দুজনকেই নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে। '

তবে জশ হ্যাজলউডের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি অজি কোচ। এখনো ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন ডানহাতি পেসার। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় পাচ্ছে দলগুলো। কামিন্স ও হ্যাজলউড যদি মার্শের মতোই ছিটকে যান, তাহলে স্কোয়াডে তিনটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়াকে। অজি কিংবদন্তি রিকি পন্টিং কিছুদিন আগে 'দ্য আইসিসি রিভিও' অনুষ্ঠানে মার্শের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা মিচ ওয়েনের নাম বলেছিলেন। আর বাকি দুই জায়গার জন্য শন অ্যাবট এবং স্পেন্সার জনসনের নাম শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'বি'-তে পড়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের সঙ্গে আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা (এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি)।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test