E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুই ম্যাচ নিষিদ্ধ সাকিব, তবে খেলতে পারবেন আন্তর্জাতিক ম্যাচ

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১২:৫০:২৬
দুই ম্যাচ নিষিদ্ধ সাকিব, তবে খেলতে পারবেন আন্তর্জাতিক ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আক্রমণাত্মক আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তানজিম সাকিব। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়বে না।

ফলে জাতীয় দলের হয়ে খেলতে কোনো বাধা নেই তার।

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেছেন সাকিব। গ্রুপ পর্বে সিলেটের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে গতকাল মাঠে নেমেছিলেন তিনি। ম্যাচের তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে আউট করে ব্যাটারের উদ্দেশে কিছু একটা বলেন সাকিব। ঘটনাটি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।
ম্যাচ শেষে দুই আম্পায়ার ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান। পরে ম্যাচ রেফারি এহসানুল হক সেজান শাস্তি হিসেবে সাকিবকে একটি ডিমেরিট পয়েন্ট দেন। এ নিয়ে এবারের বিপিএলে সাকিবের ডিমেরিট পয়েন্ট হলো ৪। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ৩ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।

২৪ মাসে ৪টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। তবে এটি প্রযোজ্য হবে শুধু ঘরোয়া ক্রিকেটেই। সিলেট অবশ্য আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। ফলে এবার আর নিষেধাজ্ঞা কাজে আসছে না। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন, সেখানেই দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে তাকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে তার কোনো বাধা নেই।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test