E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান

২০২৫ জানুয়ারি ২৩ ০০:২৪:১৩
মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফা প্রধান

স্টাফ রিপোর্টার : আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ব ফুটবল সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

ইনফান্তিনো কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নে ড. ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ায় ফুটবলের উন্নয়নে ফিফা সহায়তা করবে।

তিনি বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন, বাংলাদেশের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ফিফা সহায়তা করতে চায়।

ইনফান্তিনো আরও জানান, সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এ উদ্যোগ থেকে উপকৃত হবেন।

যুব উৎসব চলাকালীন বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেও আসতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test