E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চমক দেখিয়ে ম্যানসিটিতে ব্রাজিলিয়ান তরুণ

২০২৫ জানুয়ারি ২২ ১৬:০০:২৪
চমক দেখিয়ে ম্যানসিটিতে ব্রাজিলিয়ান তরুণ

স্পোর্টস ডেস্ক : ফুটবলার তৈরির কারখানা ব্রাজিল থেকে আরও এক তরুণকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই ম্যানসিটির ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী ভিক্টর রেইস। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরেস থেকে ইংল্যান্ডের বিমানে উড়াল দিচ্ছেন এই ডিফেন্ডার।

জাতীয় দলে না খেললেও ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলেছেন ভিক্টর। অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের জার্সি গায়ে দিয়েছেন তিনি। ভিক্টরের সঙ্গে চুক্তির বিষয়টি মঙ্গলবার আনু্ষ্ঠানিকভাবে জানিয়েছে সিটি।

ভিক্টরকে দলে ভেড়াতে ম্যানসিটিকে খরচ করতে হয়েছে ৩ কোটি ৬২ লাখ ডলার। ব্রাজিলিয়ান এই তরুণের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির চুক্তি সাড়ে ৪ বছরের। সে হিসেবে ২০২৯ সাল পর্যন্ত ইতিহাদে থাকার কথা ভিক্টরের।

গ্রীষ্মকালীন উইন্ডোতে ম্যানসিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করা দ্বিতীয় ফুটবলার ভিক্টর। এর আগে গত সোমবার মিশরীয় তারকা আব্দুলকদির খুসানভের সঙ্গে সমঝোতা করেছে সিটি।

সিটিতে যোগ দিয়ে ভিক্টর বলেন, ‘বিশ্বের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। সবাই সাম্প্রতিক মৌসুমগুলোতে (সিটির) আশ্চর্যজনক অর্জন দেখা গেছে। ট্রফি আমিও অবদান রাখতে চাই। পেপ গার্দিওলার সঙ্গে প্রত্যেক তরুণ খেলোয়াড়ই কাজ করতে চায় এবং আমি জানি, সে আমাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারে।’

ভিক্টর আরও বলেন, ‘সিটিরও ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। এডারসন এবং স্যাভিনহোর মতো এই দলে যোগ দেওয়া আমার জন্য বড় সহায়ক হবে।’

গ্রীষ্মকালীন উইন্ডোতে ম্যানসিটি থেকে ধারে ইতালিয়ান সিরিআতে যোগ দিতে পারেন ডিফেন্ডার কাইল ওয়াকার। ইংলিশ তারকার সম্ভাব্য ছেড়ে দেওয়া জায়গা পূরণের জন্যই ভিক্টরের সঙ্গে চুক্তি ম্যানসিটির।

(ওএস/এএস/জানুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test