E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিগ ব্যাশে ফিরেই স্মিথের সেঞ্চুরি, ছুঁলেন রেকর্ডও

২০২৫ জানুয়ারি ১১ ১৬:০২:৩৭
বিগ ব্যাশে ফিরেই স্মিথের সেঞ্চুরি, ছুঁলেন রেকর্ডও

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশে গত মৌসুমটা ভালো কাটেনি স্টিভেন স্মিথের। যদিও খেলেছিলেন কেবল দুই ম্যাচ।

তবে এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। উপহার দিলেন টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে সিডনি সিক্সার্সের হয়ে ৬৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১২১ রান করেন স্মিথ। বিগ ব্যাশে এটি তার রেকর্ড তৃতীয় সেঞ্চুরি। তার সমান সেঞ্চুরি বেন ম্যাকডারমটেও। কিন্তু এর চেয়ে বেশি নেই আর কোনো ব্যাটারের।

যদিও ম্যাচের শুরুতে কিছুটা ধুকছিল সিডনি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে কেবল ২৪ রান তোলে তারা। কিন্তু এরপর তাণ্ডব চালাতে থাকেন স্মিথ। শর্ট বাউন্ডারিকে টার্গেট করে নিয়মিতই চার-ছক্কার ফুলঝুড়ি ছোটান ডানহাতি এই ব্যাটার। গ্যালারিতে থাকা দর্শকদের চমকে দিয়ে সুইচ হিট শটেও বাউন্ডারি আদায় করে নেন তিনি।
তবে স্মিথ আউট হতে পারতেন ব্যক্তিগত ৩১ রানে। কিন্তু তার ক্যাচটি নিতে ব্যর্থ হন কুপার কনোলি। শেষ পর্যন্ত আর কেউই স্মিথকে থামাতে পারেনি। ৫৮ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর জেসন বেহরেনডর্ফের করা শেষ ওভারে তিন ছক্কাসহ ২১ রান আদায় করেন এই ব্যাটার। যার ফলে সিডনির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান।

এদিকে সিডনি সিক্সার্সের হয়ে কেবল আর দুটি ম্যাচই (১৫ ও ১৭ জানুয়ারি) খেলতে পারবেন স্মিথ। কেননা তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। যা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test