E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

২০২৫ জানুয়ারি ০৬ ১২:৫২:২৭
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে অবশেষে দল পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ডানহাতি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এ তথ্য জানিয়েছেন মোসাদ্দেক।

আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া সিলেট পর্বেই ঢাকার জার্সি গায়ে জড়াতে পারেন মোসাদ্দেক। সিলেট পর্বে মোট ৪টি ম্যাচ খেলবে ঢাকা।

এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মোসাদ্দেককে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এমনকি গেল ডিসেম্বরে লঙ্কা টি-টেনে হাম্বানটোটা বাংলা টাইগার্সকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরলেও তাকে দলে ভিড়ায়নি কেউ। যদিও ফাইনালে জাফনা কিংসের বিপক্ষে একাদশে ছিলেন না তিনি। তবে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন।

বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন সাব্বির রহমানও। মোসাদ্দেক ফাইনালের একাদশে না থাকলেও সাব্বিরকে খেলানো হয়েছিল। ৮ বলে ১৬ রান করেই আউট হয়ে গিয়েছিলেন সাব্বির। এই ব্যাটারও আছেন ঢাকার দলে। তবে ঢাকা তিনটি ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত একাদশে সুযোগ পাননি ডানহাতি হার্ডহিটার।

ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, আসিফ হাসানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মোসাদ্দেককে।

ঘরোয়া ক্রিকেটে বরাবরেই ভালো খেলার সুনাম আছে মোসাদ্দেকের। এমনটি ব্যাট হাতে সংক্ষিপ্ত ফরম্যাটের চাহিদামাফিক আক্রমণাত্মক খেলার সামর্থ্যও আছে ডানহাতি এই ব্যাটারের। পাশাপাশি বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে এক ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে মোসাদ্দেকের।

৩ ম্যাচের সবগুলোতে হেরে বর্তমানে টেবিলের নিচ থেকে দ্বিতীয় স্থানে আছে ঢাকা ক্যাপিটালস। সবার নিচে এক ম্যাচ খেলা সিলেট স্ট্রাইকার্স।

সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর জন্য ক্ষুধার্ত হয়ে আছে বর্তমানে অন্যতম সেরা চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটির কোচ খালেদ মাহমুদ সুজনের উপরও আছে বাড়তি চাপ। সেক্ষেত্রে সিলেট পর্বে একাদশকে ঢেলে সাজাতে হবে বিসিবির সাবেক এই পরিচালককে।

মোসাদ্দেক ও সাব্বিরকে কোন কম্বিনেশনে খেলান সুজন, সেটিই এখন দেখার।

(ওএস/এএস/জানুয়ারি ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test