E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

২০২৪ ডিসেম্বর ৩১ ০০:১১:২৯
পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার ষড়ঋতু জগদল আয়োজিত, ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪-২০২৫ সিজনের কোয়াটার ফাইনাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধায় জগদল দাখিল মাদ্রাসা গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত ৪টা ম্যাচের প্রথমটা ষড়ঋতু জগদলকে ২-০সেটে পরাজিত করে সেমিফাইলনে বংশাই শিশু-কিশোর থিয়েটার তারারভিটা জামালপুর।

দ্বিতীয়টিতে সুপার স্টারকে ২-১সেটে পরাজিত করে সেমিফাইনালে রেপিড ফায়ার সার্ভিস।

তৃতীয়টিতে নাহিদ ট্রেডার্সকে ২-০সেটে পরাজিত করে সেমিফাইনালে পপঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার।চতুর্থ ম্যাচে রেঞ্জারস ক্লাবকে, ২-০সেটে পরাজিত করে সেমিফাইনালে বন্ধু একাদশ সেমিফাইনালে।

৩১ডিসেম্বর মঙ্গলবার দুটি সেমিফাইনাল, একটি তৃতীয় নির্ধারণীসহ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

(এআর/এএস/ডিসেম্বর ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test