E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ

২০২৪ ডিসেম্বর ২৯ ২৩:৫৬:৪০
পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার ষড়ঋতু জগদল আয়োজিত, ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪-২০২৫ সিজনের প্রথম রাউন্ডে সমাপ্তি ঘটেছে আজ রবিবার। প্রথম রাউন্ডের শেষ দিনের তিনটি ম্যাচের প্রথম খেলায় ষড়ঋতু জগদলের কাছে ২-০ সেটে পরাজিত হয়েছে স্বর্ণলতা একাদশ। দ্বিতীয় ম্যাচে রেঞ্জার ক্লাব ২-১ সেটে সুপার এইচকে হারিয়ে বিজয়ী হয়েছে। ওয়াক  অভার পেয়ে বিজয়ী হয়েছে  নাহিদ ট্রেডার্স।

ম্যাচ পরিচালনা করেন নুরুজ্জামান নিশাত ও তার সহযোগী নাঈমুর রহমান দুর্জয়, আবু সাঈদ ও সোহাগ। ৩০ ডিসেম্বর সোমবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অংশ গ্রহণ করবে, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার, সুপারস্টার একাদশ, রেপিড ফায়ার সার্ভিস পঞ্চগড়, বংশাই শিশু-কিশোর থিয়েটার তারারভিটা-জামালপুর, নাহিদ ট্রেডার্স, বন্ধু একাদশ, স্বাগতিক ষড়ঋতু জগদল ও রেঞ্জার। নাট্যকার ও কলামিস্ট, রহিম আব্দুর রহিম এর সভাপতিত্বে পরিচালিত জগদল দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে গত ২৫ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মো. আল ইমরান খান।


(এআর/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test