E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড়ে চলছে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

২০২৪ ডিসেম্বর ২৯ ০০:২৯:৪০
পঞ্চগড়ে চলছে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার ষড়ঋতু জগদল আয়োজিত ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪-২০২৫ সিজনের প্রথম রাউন্ডের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম  ম্যাচ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে ফেন্ডস ক্লাব ২-০সেটে হেরেছে,বন্ধু একাদশের কাছে, সাড়ে আটটায় পরিচালিত চতুর্থ ম্যাচে বংশাই শিশু-কিশোর থিয়েটার তারারভিটা- জামালপুর ২-০সেটে ব্লাস্টার বয়েসকে  হারিয়ে বিজয়ী হয়েছে।

পঞ্চম ম্যাচে ওয়াক অভার পেয়েছে সুপার স্টার একাদশ। ষড়ঋতু জগদল আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গত ২৫ডিসেম্বর।

উদ্বোধনী দিনের ২টি ম্যাচে যথাক্রমে বি গ্রুপে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের কাছে২-০সেটে হেরেছে নাইট রাইডার্স।

এ গ্রুপে জগদল ফ্যালকন্সকে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয়েছে রেপিড ফায়ার সার্ভিস পঞ্চগড়। নাট্যকার ও কলামিস্ট, রহিম আব্দুর রহিম এর সভাপতিত্বে পরিচালিত জগদল দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক মো. আল ইমরান খান। ম্যাচের পরিচালনা করছেন আতাউর রহমান মঞ্জু ।

প্রথম রাউন্ডের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ম্যাচ পরিচালিত হবে ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায়। এতে অংশগ্রহণ করবে যথাক্রমে ষড়ঋতু জগদল বনাম স্বর্ণলতা, রেঞ্জার বনাম সুপার স্টার, নাহিদ ট্রেডার্স বনাম কাজীরহাট ক্রীড়া একাদশ।

(এআর/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test