E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড

২০২৪ ডিসেম্বর ১৫ ১২:৪৩:১৮
ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে বড় লিডের পথে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনটি এককভাবে নিউজিল্যান্ডের। ৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড দশম উইকেটে করেছে ৪৪ রানের জুটি। এতে প্রথম ইনিংসে কিউইরা থেমেছে ৩৪৭ রানে। এরপর ইংল্যান্ডকে ব্যাটিং পাঠিয়ে মাত্র ১৪৩ রানে গুটিয়ে দিয়েছে তারা।

২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। এরপর ৩ উইকেটে ১৩৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে কিউইদের লিড হয়েছে ৩৪০ রানের। উইকেটে আছেন কেন উইলিয়ামসন (৫০) ও রাচিন রাবিন্দ্রা (২)। তৃতীয় দিন ভালো খেললে ইংলিশদের সামনে বিশাল লিড দাঁড় করাতে পারবে নিউজিল্যান্ড।

দশম উইকেটে নিউজিল্যান্ডের ৪৪ রানের জুটির কৃতিত্ব মিচেল স্যান্টনারের। আগের ৫০ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আউট হওয়ার আগে আজ যোগ করেন আরও ২৬ রান। ১১ নম্বরে নামা ও'রর্কে অপরাজিত ছিলেন ৫ রানে।

নিউজিল্যান্ডের ৩৪৭ রানের জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারায় ইংল্যান্ড। ৮৭ রানে ছিল না ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫২ রানের জুটি করেন বেন স্টোকস ও অলি পোপ। ব্যক্তিগত ফিফটি হাঁকাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ বলে ৩২ রান করেন জো রুট।

৪৩ বলে ২৭ রান করেন স্টোকস। অলি পোপ ৪২ বলে ২৪, ওপেনার জ্যাক ক্রাউলি ১৪ বলে ২১, জ্যাকব বেথেল ৩৩ বলে ১২, ওপেনার বেন ডাকেট ১৩ বলে ১১ রান করেন। বাকি ৫ জন এক অংকে আটকে যান।

বল হাতে ইংল্যান্ডের হয়ে ৯০ রানে ৪ উইকেট শিকার করেন ম্যাথিউ পটস। ৬৬ রানে ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন। নিউজিল্যান্ডের হয়ে ৪৮ রানে ৪ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৩টি উইকেট শিকার করেন উইলিয়াম ও'রর্কে ও মিচেল স্যান্টনার।

(ওএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test