E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তিন বছরের নিষেধাজ্ঞা শেষ তিন মাসেই, মাঠে ফিরছেন লঙ্কান তারকা

২০২৪ ডিসেম্বর ১৩ ১৪:৫৫:০৩
তিন বছরের নিষেধাজ্ঞা শেষ তিন মাসেই, মাঠে ফিরছেন লঙ্কান তারকা

স্পোর্টস ডেস্ক : ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার তারকা উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকওয়েলা। অবশেষে বড় স্বস্তি পেয়েছেন তিনি, তিন মাস পেরোতেই তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন ডোপ টেস্ট ব্যর্থ হন ডিকওয়েলা। ফলে গত আগস্টে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। শ্রীলঙ্কা অ্যান্টি-ডোপিং এজেন্সি সন্ধান পেয়েছিল যে নিরোশন ডিকওয়েলা নাকি নিষিদ্ধ ওষুধ সেবন করছেন। এরপরেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।

সাজা ঘোষণার পর ৩১ বছর বয়সী এই ক্রিকেটার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। তিনি তার আত্মপক্ষ সমর্থনে প্রমাণও পেশ করেন। যা যাচাই-বাছাইয়ের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ডিকওয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

ডিকওয়েলা তার আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করেন এবং বলেছিলেন যে, তিনি টুর্নামেন্ট চলাকালীন কোনও নিষিদ্ধ ওষুধ সেবন করেননি। তিনি যা খেয়েছিলেন তা পারফরম্যান্স বুস্টার নয়। সেগুলোর সঙ্গে তার সেবন করা ওষুধের কোনও যোগ ছিল না। প্রমাণ দেখার পর ডিকওয়েলাকে এখন আবার ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয়েছে।

ডিকওয়েলা সর্বশেষ ২০২৩ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেলেও একাদশে সুযোগ পাননি তিনি।

(ওএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test