E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ 

২০২৪ ডিসেম্বর ১১ ১৭:৪২:১১
ব্রাজিল বিশ্বকাপ শুরুর সময় নির্ধারণ 

স্পোর্টস ডেস্ক : ২০২৭ সালে ব্রাজিলে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো দেশে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের শুরুর এবং শেষের তারিখ ঘোষণা করেছে ফিফা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঘোষিত সূচি অনুসারে ২০২৭ সালের ২৪ জুন বিশ্বকাপের পর্দা উঠবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। টানা ৩২ দিনব্যাপী চলবে এই আয়োজন।

টুর্নামেন্টের সময়সূচি এবং ভেন্যু চূড়ান্ত করতে আগামী বছর ড্র অনুষ্ঠিত হবে। এরপর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করবে ৩২টি দল। ইউরোপ (উয়েফা) থেকে ১১টি দল, এশিয়া (এএফসি) থেকে ৬টি দল, আফ্রিকা (কাফ) থেকে ৪টি দল, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল (কনকাকাফ) থেকে ৪টি দল, লাতিন আমেরিকা (কনমেবল) থেকে ৩টি দল (আয়োজক ব্রাজিলসহ) এবং ওশেনিয়া (ওএফসি) থেকে ১টি দল। বাকি দলগুলো প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে।

২০২৩ সালে বিশ্বকাপের নবম আসরে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে তারা ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে উত্তেজনার জন্ম দিয়েছে। লাতিন আমেরিকায় প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন, ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test