E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি

২০২৪ ডিসেম্বর ১০ ১৭:৪৫:৫১
যে কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে নিষিদ্ধ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : নিয়ম ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এনসিএলের একাদশ তৈরিতে একাধিক নিয়ম ভেঙেছে তারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএলের একাদশ তৈরিতে নিয়ম ভঙ্গের ঘটনা বারবার ঘটেছে। টুর্নামেন্টে সহযোগী দেশের সাতজন ক্রিকেটার খেলানো হয়েছে যা নিয়মবহির্ভূত। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের স্পোর্টস ভিসা ছাড়াই খেলানো, আর্থিক লেনদেনে গড়মিল এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি লঙ্ঘনের মতো গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে।

একটি চিঠিতে আইসিসি জানায়, এনসিএল কর্তৃপক্ষ নিয়ম লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এছাড়া টুর্নামেন্টে স্পষ্ট রাজস্ব মডেলের অভাব ও নিম্নমানের ড্রপ-ইন পিচের কারণেও খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়েছে।

ওয়াসিম আকরাম, স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি শুভেচ্ছাদূত হিসেবে থাকলেও এবং শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো ব্যক্তিত্ব মালিকানায় যুক্ত থাকা সত্ত্বেও এনসিএল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। মাঠের খেলায় নিম্নমানের পিচ ও বিদেশি ক্রিকেটারদের অতিরিক্ত অংশগ্রহণ এনসিএলের ভাবমূর্তি নষ্ট করেছে।

জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ, হারলেই বিপদ ভারতের

ক্রিকবাজের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ছয় দলের টুর্নামেন্ট আয়োজন করতে আনুমানিক দুই লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা) ব্যয় হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অর্থ ক্রিকেটারদের স্পোর্টস ভিসা তৈরিতে খরচ হওয়ার কথা থাকলেও, অনেক ক্রিকেটারই বৈধ ভিসা ছাড়াই খেলেছেন।

এত সব সমস্যার কারণে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রে আর কোনো টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দেয়া হবে না।

এনসিএলের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মশৃঙ্খলা বজায় রাখার জন্য আইসিসির কঠোর অবস্থানেরই প্রমাণ।

(ওএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test