E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরিজ জয়ের সঙ্গে আরও দুই পয়েন্ট বাংলাদেশের

২০২৪ নভেম্বর ৩০ ২২:২৫:৫৮
সিরিজ জয়ের সঙ্গে আরও দুই পয়েন্ট বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বোলাররা রান রাখেন নাগালের মধ্যেই। তবুও ব্যাটারদের সামনে চাপ ছিল রান তাড়া করার। সেটি তারা পেরেছেন ভালোভাবেই। শুরুতে উইকেট হারানো বাংলাদেশকে খেই হারাতে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক। ইতি টানেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার।

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আইরিশ মেয়েরা। ওই রান তাড়া করতে নেমে ৩৭ বল আগেই জয় পায় স্বাগতিকরা। প্রথম ম্যাচ জেতার পর এটি দিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও দুই পয়েন্ট বাড়ল বাংলাদেশের।

টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় আইরিশরা। ১২ বলে ২ রান করে সুলতানা খাতুনের শিকার হন তিনি।

আরেক ওপেনার সারা ফোর্বসকে বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলেই। ৩৪ বলে ১৩ রান করা এই ব্যাটার নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে বড় রান পায় আয়ারল্যান্ড।

হান্টার-ওরলার জুটি থেকে আসে ৮৯ রান। এই জুটি ভাঙে রান আউটে। ৭২ বলে ৩৭ রান করে আউট হন ওরলা। তবে হাফসেঞ্চুরি তুলে নেন হান্টার। ৮৮ বলে ৬৮ রান করে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হন তিনি।

এরপর রানের গতি কিছুটা স্লথ হয়ে যায়। যদিও শেষদিকে লরা ডেলেনির ব্যাটে রানও কম হয়নি। ৫০ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ১৫ বলে ১৮ রান করেন উনা রেমন্ড। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন সুলতানা খাতুন। এর আগে ২১১ রান তাড়া করার রেকর্ড আছে বাংলাদেশের। তবুও লক্ষ্য তাড়া তাদের জন্য সবসময়ই কঠিন।

রান তাড়ায় নেমে ১৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ১৬ বলে ৬ রান করে মুর্শিদা খাতুন আউট হয়ে যান। এরপর জুটি গড়েন আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা।

এর মধ্যে টানা দ্বিতীয়বার হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা হক। ৮৯ বলে ৬টি চারে ৮৯ বলে ৫০ রান করে লরা ডেলেনির বলে গ্যাবি লুইসের হাতে ক্যাচ দেন তিনি। ভাঙে তার সঙ্গে সুপ্তার ফারজানার ৮৫ রানের জুটি।

দুই ওভার পর আউট হয়ে যান সুপ্তাও। ৬৩ বলে ৪৩ রান করে আভা ক্যানিংয়ের বলে এমি হান্টারের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর লরা ডেলেনির বলে আউট হন সোবহানা মোস্তারিও। ২৯ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে যায় বাংলাদেশ।

তবে সেটি বাড়তে দেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। যদিও দলের জয়ের আগেই বিদায় নেন তিনি। ৩৯ বলে তার ব্যাট থেকে আসে ৪০ রান। তার বিদায়ের পর দলকে বাকি পথটুকু টেনে নেন স্বর্ণা আক্তার। ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test