E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আচরণবিধি ভঙ্গ করায় উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি

২০২৪ নভেম্বর ২৮ ১৩:০২:২৬
আচরণবিধি ভঙ্গ করায় উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এই জন্য শাস্তি পেতে হচ্ছে তাকে।

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাকে তিরস্কার করে।

গতকাল এক বিবৃতিতে আইসিসি উইলিয়ামসকে তিরস্কারের পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি জানায়

জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে এই ঘটনাটি ঘটে। সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তখন জিম্বাবুয়ে অলরাউন্ডার বল ব্যাটে লেগেছে দাবি করে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ারের সিদ্ধান্তে এমন অসন্তোষ প্রকাশ করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়।

অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test