E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পার্থ টেস্ট

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

২০২৪ নভেম্বর ২৫ ১৭:৫৪:৪৪
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে দূরে সরে গেছে ভারত। তাই অস্ট্রেলিয়া সিরিজের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে কোহলিরা। ফাইনালে উঠতে হলে ৪-১ ব্যবধানে এই সিরিজ জিততে হবে ভারতকে। তবে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সফরকারীরা।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট হয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে চমক দিয়েছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তৃতীয় দিনের শেষ দিকে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। এতে ৫৩৪ রানের লিড পেয়েছে সফরকারীরা। জবাব দিতে নেমে ২৩৮ রানেই গুটিয়ে গেছে অজিরা। এতে ২৯৫ রানের বড় জয় পেয়েছে ভারত।

এতে পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত-কোহলিরা অস্ট্রেলিয়ার মাটিতে রানের হিসেবে এর আগে ভারতের সবচেয়ে বড় জয়টি ছিল সেই ১৯৭৭ সালে। মেলবর্নে ২২২ রানে জিতেছিল তারা। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে ভারত।

অস্ট্রেলিয়ার সামনে চতুর্থ ইনিংসে ৫৩৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। অথচ, তৃতীয় দিন শেষে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে স্বাগতিকরা। চতুর্থ দিনের সকালে উসমান খাজাও (৪) মোহাম্মদ সিরাজের শিকার হলে ১৭ রানে ৪ উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। এরপর কেবল পরাজয় এড়ানোর লড়াই।

চেষ্টা করেছেন ট্রাভিস হেড, মিচেল মার্শরা। কিন্তু হেড ব্যক্তিগত ৮৯ এবং মার্শ ৪৭ রানে ফিরলে অস্ট্রেলিয়ার হার কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ ব্যাটার হিসেবে ক্যারি ৩৬ রানে বোল্ড হলে বিজয় উল্লাসে মাতে ভারত। ২৩৮ রানে দ্বিতীয় ইনিংস থামে অস্ট্রেলিয়ার।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া ওয়াসিংটন সুন্দর দুটি এবং হার্সিত রানা নেন এক উইকেট।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test