E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা

২০২৪ নভেম্বর ২১ ১৭:৩৯:৪৭
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা

স্পোর্টস ডেস্ক : ‘সেন্ট্রাল উইকেট’ ব্যবহার করে ব্যক্তিগত অনুশীলন, এ যেন চরম বিলাসিতা। একটি দেশের মূল ভেন্যুর উইকেটে অনুশীলনের বিরল নজির স্থাপন করলেন তামিম ইকবাল। হয়তো তাকে দলে ফেরাতেই হোম অব ক্রিকেটের ক্ষতি করেই এমন ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এমনিতেই ম্যাচের ব্যস্ততায় যাচ্ছেতাই অবস্থা দেশের সেন্ট্রাল উইকেটের। যতটুকু বিশ্রাম মেলে সেখানে তামিমের ব্যক্তিগত অনুশীলনকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী হোম অব ক্রিকেটের ফ্যাসিলিটিস কেবল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের জন্য। বিশেষ বিবেচনায় সেখানে অনুশীলনের সুযোগ পেতে পারে এইচপি বা ‘এ’ দল। ব্যক্তিগত অনুশীলনের প্রয়োজন হলে, নিজ খরচে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শও দিয়েছে বিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিমকে দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস বলছেন, ওয়ানডেতে বিবেচনায় থাকার কারণে অনুশীলন করার জন্য তাকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।

তবে এই তিন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে কীভাবে প্রমাণ করবেন সেই বিষয়ে প্রশ্নও তুলছেন অনেক। কেউ কেউ বলছেন, নামের ভারেই সরাসরি প্রত্যাবর্তন ঘটতে পারে এই টাইগার ওপেনারের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ফেরার বিষয়ে শাহরিয়ার নাফিস বলেন, তামিমকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন? উনি সেন্ট্রাল কন্ট্রাকে নেই। কিন্তু সে আসতেও পারে। সে একজন সাবেক অধিনায়ক। কিছুদিন আগে সে জাতীয় দলের অধিনায়ক ছিল। সে দলে ফিরতে পারে, যদি সে ফিট থাকে।

(ওএস/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test