E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথমবার নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

২০২৪ নভেম্বর ২০ ১৩:৪৫:২১
প্রথমবার নারী দলের সিরিজে স্পন্সর পেল বিসিবি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সেনোরা এবং তাদের সঙ্গে রয়েছে রুচি। এতে প্রথমবার নারী দলের কোনো সিরিজে স্পন্সর পেল বিসিবি।

বুধবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। আর এই সিরিজের নাম দেওয়া হয়েছে, সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং মোঃ ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, আগের কোনো দ্বিপক্ষীয় নারী দলের সিরিজে বিসিবি স্পনসর পায়নি। তবে এবার স্কয়ার গ্রুপের এই সহযোগিতা আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। আশা করি, ভবিষ্যৎতেও তারা আমাদের নারী ক্রিকেটের পাশে থাকবে।

এ ছাড়াও এই সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানানো হয়।

আর উপস্থিত স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিসিবিকে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সকল নারীর পিরিয়ডকালীন হাইজিন নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর এবং পরের দু’টি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি।

(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test