E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা

২০২৪ নভেম্বর ১১ ১৪:১৯:৪২
ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে ফেরার পরই তাদের এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেই চেক আজ হাতে পেয়েছেন নারী ফুটবলাররা।

প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই এক কোটি টাকা সমবণ্টন হয়েছে।

গত ৩১ অক্টোবর ঘোষিত সেই পুরস্কারের টাকা সাবিনা-মারিয়া-তহুরাদের দিতে বেশি দেরি করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা) চেক বাফুফের কাছে হস্তান্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণ করতে বলা হয়েছে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার সবার আগে পেল।

১ কোটি টাকার বাইরেও নতুন কমিটির প্রথম সভায় মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। সহসাই সেই টাকাও সাবিনা খাতুনরা হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। তারাও দ্রুত সময়ের মধ্যে টাকা দিয়ে দেবে বলে জানানো হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test