E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্লোবাল সুপার লিগে বিদেশি দলের হয়ে খেলবেন তানজিম সাকিব

২০২৪ নভেম্বর ০৬ ১৮:১৩:৩১
গ্লোবাল সুপার লিগে বিদেশি দলের হয়ে খেলবেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স। আর এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

তবে রংপুর নয়, এই টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে স্বাগতিক দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। সাকিব নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও গ্লোবাল সুপার লিগে সাকিবের খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

রংপুর রাইডার্স ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স সহ টুর্নামেন্টটিতে অংশ নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর আগামী ৭ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

গায়ানা সরকারের পরিকল্পনায় শুরু হতে যাওয়া গ্লোবার সুপার লিগের সব ম্যাচই হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। শিরোপাজয়ী দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test