E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রথম বাংলাদেশী নারী এলি পাল সফলভাবে ম্যারাথন শেষ করেছেন

২০২৪ নভেম্বর ০৪ ১৭:৩৩:৩৩
প্রথম বাংলাদেশী নারী এলি পাল সফলভাবে ম্যারাথন শেষ করেছেন

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশী-আমেরিকান নারী এলি পাল (ডাঃ কণিকা পাল বোস) গত রবিবার নিউইয়র্ক ম্যারাথনে অংশ এবং সফলভাবে শেষ করেন। ২৬.২ মাইলের এ ম্যারাথন শুরু হয় সকাল ৯টায় স্টাটেন আইল্যান্ডে এবং শেষ হয় বিকাল ৪টা ৩০ মিনিটে সেন্ট্রাল পার্কে (টেভার্ন অন দি গ্রীন রেস্তোরাঁর পাশে)। এলি গত এক বছর ধরে এজন্যে প্রশিক্ষণ নিয়েছেন। প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে তিনি সাফল্যের সাথে তা শেষ করেন। 

এলি তিন সন্তানের জননী এবং একজন সফল গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট। ইতিপূর্বে ২০২২-র অক্টবরে এলি ‘হাফ ম্যারাথন’ অর্থাৎ ১৩.১মাইল দৌড়ে সফলভাবে অংশ নিয়েছেন। এলি তার প্রয়াত দাদা ডাঃ কনিস্ক পাল’র স্মরণে এ কঠিন ম্যারাথনে অংশ নেন। এলি পাল বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা ডাঃ প্রদীপ পালের কন্যা।

(এসজি/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test