E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান

২০২৪ অক্টোবর ২৭ ২১:০৪:৫৬
ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে আফগানিস্তান। গতকাল সেমি ফাইনালে ভারতকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে তারা। এদিন প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা হাহবে আফগানিস্তান।

গতকাল ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি ভারত।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন আফগানিস্তানের দুই ওপেনার। ভারতের কোনো বোলারই সুবিধা করতে পারেননি। দুই আফগান ওপেনার জুবেইদ আকবরি এবং সাদিকুল্লাহ অটল রীতিমতো ঝড় তুলেন।

উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তুলে আফগানিস্তান। আকিব খানের বলে আকবরি ৬৪ রান করে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। রসিক সালামের বলে ফেরেন ৭ চার এবং ৪ ছক্কায় ৫২ বলে ৮৩ রান করে। আর জানাত ২০ বলে করেন ৪১। তাতেই দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝুঁকি নিয়ে খেলেছেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু সফল হলেন না। দ্রুত উইকেট হারায় তারা। ১০০ রানে ৫ উইকেট হারানোর পর মনে হচ্ছিল বড় রানে হারবে ভারত।

তবে সেখান থেকে আফগানিস্তানের ওপর পাল্টা আক্রমণ করেন রামানদীপ সিং এবং নিশান্ত সিন্ধু। দু’জনে মিলে ষষ্ঠ উইকেটে ৬৮ রান যোগ করেন। ১৩ বলে ২৩ করে ফেরেন সিন্ধু। রামানদীপ শেষ পর্যন্ত চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৬৪ রান করেছেন তিনি।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test