E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

২০২৪ অক্টোবর ২৭ ১৭:১৬:৪৯
ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভারতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে সেমিফাইনালে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। ভুটানকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ রবিবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এতে ৭-১ গোলের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। এ ছাড়াও সাবিনা খাতুন দুটি, ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন একটি করে গোল করেন।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ দেয়ালে বাধা পায় সেটি। অবশ্য প্রথম লিড নিতে তাদের তেমন অপেক্ষা করতে হয়নি। সপ্তম মিনিটেই তহুরা খাতুনের পাস পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ঋতুপর্ণা চাকমা। এতে এগিয়ে যায় বাংলাদেশ।

১৫তম মিনিটে বাংলাদেশের লিড ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। তাতে অবশ্য দায় ছিল ভুটানের। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। ডি বক্সের ঠিক সামনে থেকে তহুরা বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ২৪তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।

তার শট গোলবারে লেগে ফেরার পর প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেন মনিকা চাকমা। তার পাস পেয়ে সাবিনা শট নেন দূর থেকে। হতাশ হওয়ার এক মিনিটের মাথায় বাংলাদেশ অধিনায়ক পেয়ে যান কাঙ্ক্ষিত গোল। ৩৫তম মিনিটে দ্বিতীয় গোল করেন তহুরা।

ভুটানের একজনকে কাটিয়ে তিনি শট নেন ডি বক্সের বাইরে থেকে। তহুরার দৃষ্টিনন্দন সেই শট বাংলাদেশকে ৪-০ গোলে এগিয়ে দেয়। ৩৭ মিনিটে ফের সাবিনার আঘাত। এবার গোলরক্ষক রুপনার বাড়ানো বল মাঝমাঠ থেকে নিয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে ডানপ্রান্ত দিয়ে তিনি বল জালে জড়ান।

৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে অধিপত্য ধরে রেখে খেলতে থাকেন বাংলাদেশের মেয়েরা। ৫৯তম মিনিটে দুর্দান্ত গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করে তহুরা খাতুন। এরপর ৭২তম মিনিটে ব্যবধান ৭-১ করেন পারভিন।

এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোল করতে পারেনি কোনো দল। তাই ৭-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, দুই বছর আগে নেপালের এই মাঠেই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। পরে নেপালকে ফাইনালে হারিয়ে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।

(ওএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test