E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

২০২৪ অক্টোবর ২৫ ১৮:৫০:১৭
ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক হলে দায়িত্বটা একটু বেশিই থাকে। তারই যেন প্রমাণ দিলেন নাজমুল হুদা ফয়সাল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ একাই করেছেন চার গোল। আর বাকি তিনটি গোলের মধ্যে দুটি করেছেন মোহাম্মদ মানিক ও অন্যটি মোহাম্মদ রিফাত কাজির।

শুক্রবার (২৫ অক্টোবর) ম্যাকাওয়ের বিপক্ষে এভাবেই ৭-০ গোলের স্কোর করে জয় তুলে নিয়েছে লাল-সবুজের বাংলাদেশ।

এর আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ে ফেরে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজও মাঠে নামেন তারা। পরে গোলে গোলে বিধ্বস্ত করেন ম্যাকাওকে।

টানা এ দ্বিতীয় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের অধিনায়ক ও মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল। ৪০ মিনিটে তারই কল্যাণে গোলের খাতা খোলে বাংলাদেশ। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।

এর মধ্যে ৬৬ ও ৭৪তম মিনিটে দুই গোল করেন মোহাম্মদ মানিক। আর ৭১তম মিনিটে জালের দেখা পান রিফাত কাজির।

বাংলাদেশি ফুটবলারদের এমন দাপুটে পারফরম্যান্সের সামনে চোখেমুখে হতাশা ফুটে উঠেছিল ম্যাকাওয়ের খেলোয়াড়দের। রেফারি শেষ বাঁশি বাজাতেই তারা যেন হাফ ছেড়ে বাঁচেন।

প্রসঙ্গত, এই জয়ের পর ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। আগামী রোববার (২৭ অক্টোবর) আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবেন তারা।

(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test