E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিপিএলের দলগুলোর স্কোয়াড

২০২৪ অক্টোবর ১৪ ১৫:৩৬:৩৩
বিপিএলের দলগুলোর স্কোয়াড

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এর আগেই অবশ্য তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে তারা।

ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে দল পাননি মুমিনুল হক সৌরভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। রিশাদ ডাক পেয়েছেন সপ্তমবারে গিয়ে।

ড্রাফটের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড:
দুর্বার রাজশাহী
ড্রাফট থেকে দেশি- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
ড্রাফট থেকে বিদেশি- সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
সরাসরি চুক্তি- এনামুল হক বিজয়।

ঢাকা ক্যাপিটালস
ড্রাফট থেকে দেশি- লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু।
ড্রাফট থেকে বিদেশি- সায়েম আইয়ুব, আমির হামজা।
সরাসরি চুক্তি- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।
বিদেশি সরাসরি চুক্তি- জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি।

চিটাগাং কিংস
ড্রাফট থেকে দেশি- শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাবেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
বিদেশি ড্রাফট থেকে- গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
দেশি সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।
বিদেশি সরাসরি চুক্তি- মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।

খুলনা টাইগার্স
ড্রাফট থেকে দেশি- হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
ড্রাফট থেকে বিদেশি- মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।
সরাসরি চুক্তি- মেহেদী হাসান মিরাজ।

রিটেইন- আফিফ হোসেন, নাসুম আহমেদ।

রংপুর রাইডার্স
ড্রাফট থেকে দেশি- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তোফিক খান তুষার।
ড্রাফট থেকে বিদেশি- আকিফ জাবেদ, কার্টিস ক্যাম্ফার।
সরাসরি চুক্তি- মোহাম্মদ সাইফউদ্দিন।

রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান।

সিলেট স্ট্রাইকার্স
ড্রাফট থেকে দেশি- রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।
ড্রাফট থেকে বিদেশি- রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
সরাসরি চুক্তি: জাকের আলী।

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান।

ফরচুন বরিশাল
ড্রাফট থেকে দেশি- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।
ড্রাফট থেকে বিদেশি- জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।
সরাসরি চুক্তি- তাওহীদ হৃদয়।
রিটেইন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
বিদেশি সরাসরি চুক্তি- কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি।

(ওএস/এএস/অক্টোবর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test