E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল

২০২৪ জুলাই ২৫ ২০:১৯:৫১
বাংলাদেশ সফরে আসছে আমিরাত ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুন মাসেই বিসিবির ক্রিকেট বলয়ের মধ্যে ঢুকে পড়েছিল অনূর্ধ্ব-১৯ দল। এরপর চলতি জুলাইয়ে যুবাদের প্রধান কোচ হিসেবে ঢাকায় পা রাখেন নাভিদ নেওয়াজ। তার নেতৃত্বে ৩৯ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে অনুশীলন।

যুবা ক্রিকেটারদের প্রথম পরীক্ষা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে তাদের যুবা ক্রিকেটাররা। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন অনূর্ধ্ব ১৯ দলের নির্বাচক এহসানুল হক সেজান।

তিনি বলছিলেন, 'অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তাদের বিপক্ষে একটা তিন দিনের ম্যাচ আছে। এ ছাড়া চারটি ওয়ানডে আছে। ওটাই আমাদের যুবাদের প্রথম সিরিজ।'

এহসানুল হক সেজান জানালেন তাদের লক্ষ্য এখন দল বাছাই করা, 'আর এটার ওপর ভিত্তি করে ২৮ দল ক্রিকেটার নিয়ে প্রাকটিস করছি। আর বাকি ১১ জন পরীক্ষা দিচ্ছে তো যখন বাকিদেরও অনুশীলনের মধ্যে আনতে পারব তখন আমরা দলটাকে মোটামুটি গুছিয়ে আনবো।

টোটাল ২৮ জনের দল থাকবে। আগস্টের পরে সেপ্টেম্বরে একটা দল গড়ে ফেলব। দলটা ২২-২৪ বা ২৮-২৮ হতে পারে। ক্রিকেটারদের ওপর নির্ভর করবে আরকি।'

যুবা এই ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলবেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেজান বললেন , 'আগামী ৫ তারিখ খুলনা যাব সেখানে কয়েকটি প্রাকটিস ম্যাচ খেলব। সূচি ঠিক হয়নি এখনো। আমাদের ১১ জন ক্রিকেটার পরীক্ষা দিচ্ছে সেটার ওপর ভিত্তি করে আমরা সূচি সেট করব।'

(ওএস/এএস/জুলাই ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test