E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেসিদের লিগে ১৪ বছর বয়সে অভিষেক ভবিষ্যৎ ম্যানসিটি খেলোয়াড়

২০২৪ জুলাই ১৮ ১৯:৫২:৫৩
মেসিদের লিগে ১৪ বছর বয়সে অভিষেক ভবিষ্যৎ ম্যানসিটি খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক : আট বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। তাই এমএলএস নিয়ে এখন বাড়তি আগ্রহ অনেক ফুটবল ভক্তেরই। সেখানে বিশেষ কিছু ঘটলে তা সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়াটাই স্বাভাবিক।

ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫-১ গোলে হারিয়েছে নিউ ইংল্যান্ড রেভলুশনকে। এই ম্যাচেই হয়েছে দারুণ এক রেকর্ড। এমএলএস-এ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন ফিলাডেলফিয়ার কাভান সুলিভান।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটের সময় বদলি হিসেবে নামেন সুলিভান। মাঠে নামার সময় তার বয়স ১৪ বছর ২৯৩ দিন।

যুক্তরাষ্ট্রের অ্যাটাকিং মিডফিল্ডার সুলিভান চলতি বছরের মে মাসে ফিলাডেলফিয়ায় যোগ দেন। তার পরিবার ইএসপিএনকে জানায়, সুলিভানের চুক্তিতে একটি ধারা সংযুক্ত আছে, তার ফলে ১৮ বছর হলে তিনি পাড়ি জমাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে।

নিজের রেকর্ড ভাঙার পর সুলিভানকে অভিনন্দন জানান আবু। সামাজিক যোগাযোগমাধ্যমে আবু লেখেন, 'রেকর্ড গড়া অভিষেকের জন্য কাভান সুলিভানকে অভিনন্দন। ভাঙার জন্য এটি কঠিন এক রেকর্ড এবং এই ছেলে সেটি করে দেখিয়েছে। অভিনন্দন।'

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেও এতো কম বয়সে কোন খেলোয়াড়ের অভিষেক হয়নি।

(এসএস/এএস/জুলাই ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test