E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফ্রান্সকে বিদায় বললেন অলিভার জিরু

২০২৪ জুলাই ১৬ ১৯:৪৩:০৩
ফ্রান্সকে বিদায় বললেন অলিভার জিরু

স্পোর্টস ডেস্ক : আর্সেনাল, চেলসি, এসি-মিলানের মতো ক্লাবে মাঠ কাপানো ফুটবলার অলিভার জিরু। দুরান্ত খেলোয়াড, খুবই স্টাইলিস্ট একজন ফুটবলার। ফ্রান্সের হয়ে ১৪ বছর খেলেছেন জিরু। জিতেছেন নানা ট্রফি। তবে জেতা হয়নি ইউরো। ২০১৬-র ইউরোতে ফাইনালে পর্তুগালের কাছে হারে ফ্রান্স। এবারের ইউরোতেও ফেবারিট ছিল তারা। তবে সেমিতে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স।

ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু আগেই ঘোষণা দিয়েছিলেন, ইউরোর পর জাতীয় দল থেকে অবসর নিবেন তিনি। তবে স্পেনের কাছে সেমিফাইনালে বিদায়ের পর সেই সংবাদ ঢাকা পড়ে যায়। তার পাশাপাশি স্পেনের কাছে হারের পর নিজের অবসর নিয়ে কোন পোস্টও দেননি ৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার। তবে সোমবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করা এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন জিরু। সেখানে তিনি লিখেছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’

ইউরো না জিতলেও জিরু জাতীয় দলের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশন্স লিগ। ১৪ বছরে ১৩৭ ম্যাচ খেলে করেছেন ৫৭ গোল।

এদিকে জাতীয় দলের পাশাপাশি ইউরোপকেও বিদায় বললেন জিরু। এসি মিলানের অধ্যায় শেষে তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেসে। সেই ক্লাবে রয়েছে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক হুগো লরিস।

(এসএস/এসপি/জুলাই ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test