E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হামেস রুদ্রিগেজ এক হতাশার নাম

২০২৪ জুলাই ০৪ ১৬:৩১:২৪
হামেস রুদ্রিগেজ এক হতাশার নাম

স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপের কথা মনে আছে? মেসি, রোনালদো, মুলারদের ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলো কলম্বিয়ার এক ইয়াংস্টার, হামেস রদ্রিগেজ নাম। স্ট্রাইকার কিংবা উইঙ্গার না হয়েও ঐ টুর্নামেন্টে ৬ গোল দিয়েছিল রদ্রিগেজ। বিশ্বকাপের পরপর ডি মারিয়াকে সেল দিয়ে মাদ্রিদ বিটার অংকের টাকার নিনিময়ে নিয়ে আসলো মোনাকোয় খেলা কলম্বিয়ান ফুটবলার রদ্রিগেজকে।

মাদ্রিদে রদ্রিগেজের স্মৃতিটা অম্লমধুর। তিন বছর টানা পারফর্ম করেও জিনেদিন জিদানের টিমে নিয়মিত হতে পারেননি আইকনিক মড্রিচ - ক্রুস - ক্যাসেমিরো ত্রয়ীর কারণে। বায়ার্নে লোনে গিয়ে ফ্যান ফেভারিট হয়ে গিয়েছিলেন।

এরপর শকিং এভারটন মুভ দিয়ে ক্লাব ক্যারিয়ারের ডাউনফল শুরু। এরপর এশিয়া, ইউরোপ ঘুরে আবার দক্ষিণ আমেরিকার সাও পাওলো। ব্রাজিলের বিখ্যাত ক্লাবেও নিয়মিত আলো ছড়াচ্ছেন তিনি।

কিন্তু ক্লাব ক্যারিয়ারের এই অস্থিতিশীলতার মধ্যেও জাতীয় দলে তিনি চরম নিয়মিত। এখনো কলম্বিয়ার ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সিতে টানা দুই বছর ধরে অপরাজিত কলম্বিয়া।

এখনো কলম্বিয়ার ফুটবল টিমের প্রান-ভোমরা তিনি। এবারের কোপা আমেরিকায় ৩ এসিস্ট নিয়ে হাইয়েস্ট এ্যাসিস্ট প্রোভাইডার রদ্রিগেজ। আজ পাঁচটা চান্স ক্রিয়েট করেছেন, পেনাল্টি পেয়েও লুইস ডিয়াজকে দিয়ে দিয়েছেন আত্মবিশ্বাস বাড়াতে। এখনো ক্লাব বা জাতীয় পযার্য়ের যেকোনো টুনামেন্টে তরুন প্রতিভাদের জন্য আদর্শ তো বটেই সাথে লড়াকু মানসিকতার একটুও কমতি নাই এই কলম্বিয়ানের। ক্যাপ্টেন তো এমনই হয়। কিছু প্লেয়ারের জন্মই হয় জাতীয় দলের জন্য সবটা নিংড়ে দিতে, রদ্রিগেজ এমনই।

(এসএস/এসপি/জুলাই ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test