E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অবসরের পরও ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন অ্যান্ডারসন

২০২৪ জুলাই ০২ ১৪:৫৯:৩৭
অবসরের পরও ইংল্যান্ড দলের সঙ্গেই থাকবেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক : লর্ডসে শুরু, লর্ডসেই শেষ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা আগেই জানিয়ে রেখেছেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে ১০ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে চলা প্রথম টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

বিশ্বের একমাত্র পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট শিকার করা অ্যান্ডারসন অবশ্য খেলা ছাড়ার আগেই বড় সুখবর পেয়ে গেলেন। তাকে বিশেষ দায়িত্ব দিতে যাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড।

ক্রিকেটার জীবনের ইতি টানলেও, ৪১ বছর বয়সী বোলার এবার ভিন্ন ভূমিকায় যুক্ত হতে চলেছেন ইংল্যান্ড দলের সঙ্গে। অবসরের পর ইংল্যান্ডের ফাস্ট বোলারদের মেন্টর বা পরামর্শদাতার ভূমিকা পালন করবেন অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি সোমবার জানিয়েছেন এই খবর।

রব কি বলেন, ‘লর্ডস টেস্টের পরেও জিমি (অ্যান্ডারসন) আমাদের দলের সঙ্গে থেকে যাবে। ও মেন্টর বা পরামর্শদাতা হিসেবে দলকে সাহায্য করবে। ইংলিশ ক্রিকেটকে ওর অনেক কিছুই দেওয়ার আছে। আমরা সেই সম্ভাবনা নষ্ট করতে চাই না।’

রব কি আরও যোগ করেছেন, ‘যখন আমরা ওকে এই বিষয়ে জিজ্ঞেস করি, ও আগ্রহ দেখায়। ভবিষ্যতে করার মতো অনেক কিছুই আছে ওর জন্য। ইংলিশ ক্রিকেট খুব ভাগ্যবান হবে, যদি ও খেলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে।’

ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্ট, ১৯৪টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। টেস্টে ৭০০ উইকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটে ২৬৯টি এবং টি-টোয়েন্টিতে ১৮টি উইকেট রয়েছে তার।

(ওএস/এএস/জুলাই ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test