E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দরজায় কড়া নাড়ছে ইউরো কাপ

২০২৪ জুন ১৩ ১৭:০৮:০৪
দরজায় কড়া নাড়ছে ইউরো কাপ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট উন্মাদনার মাঝেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ সময়। ফের মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জুন পর্দা উঠবে উয়েফা ইউরো কাপ ২০২৪-এর। এবারের আসরের আয়োজক জার্মানি। ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এবারই বড় কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দেশটি।

আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে শেষ ষোলোতে। এরপর গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট বিবেচনায় আরও চারটি সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার।

শক্তিমত্তা বিবেচনায় এবারের আসরে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষকরা। দুর্দান্ত ছন্দে থাকা সাউথগেটের দলটি সবশেষ আসরে ফাইনাল খেলেছিল। সেবার পেনাল্টি শুটআউটে হারলেও, এবার জুড বেলিংহাম, হ্যারি কেনদের ফেভারিট হিসেবেই দেখছেন অনেকেই।

এ ছাড়া তালিকায় আছে স্বাগতিক জার্মানির নাম। সবশেষ ইউরো ও বিশ্বকাপে দলটি ভক্তদের হতাশ করলেও ঘরের মাঠে দলটি বেশ কঠিন প্রতিপক্ষ হবে। যেখানে দলটিতে ফিরেছেন টনি ক্রুসের মত অভিজ্ঞ ফুটবলার।

তবে এই তালিকায় সবথেকে হট ফেভারিট দল, সবশেষ বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। তারুণ্য নির্ভর দলটিতে এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে ও কামাভিঙ্গার মতো ফুটবলার থাকায়, দলটিতে আলাদা নজর থাকবে সবার। এ ছাড়া চোখ থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ক্রোয়েশিয়ার দিকেও।

আসরে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি স্টেডিয়ামে। যেখানে মিউনিখে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্কটল্যান্ড। ১৫ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে।

(ওএস/এসপি/জুন ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test