E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ইংল্যান্ড বিপজ্জনক, পাকিস্তানকে শোয়েবের সতর্কবার্তা

২০২১ নভেম্বর ০৩ ১২:২৬:২৬
ইংল্যান্ড বিপজ্জনক, পাকিস্তানকে শোয়েবের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে টানা চতুর্থ জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে ভারত-নিউজিল্যান্ডকে হারানোর পর আফগানিস্তান এবং নামিবিয়ার বিপক্ষেও সহজেই জিতেছে বাবর আজমের দল।

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলছেন, এখন অন্য গ্রুপের প্রতিপক্ষের দিকে মনোযোগ দেয়া উচিত। টুইট বার্তায় তিনি লেখেন, ‘পাকিস্তানের আরেকটা জয়। এখন অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে প্রস্তুতি শুরু করা উচিত। কেননা তারা আমাদের চমকে দিতে পারে। বিশেষ করে ইংল্যান্ড।’

শোয়েব ইংল্যান্ডের কথা খামোখা বলেননি। ইয়ন মরগ্যানের দলও প্রথম চার ম্যাচ জিতে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। পাকিস্তানের যদি দারুণ ক্রিকেট খেলে থাকে, তবে ইংলিশরা খেলছে দুর্দান্ত। সবার জন্য হয়ে উঠেছে বিপজ্জনক।

শোয়েবের কণ্ঠে তাই ঝরল ইংল্যান্ড স্তুতি, 'ইংল্যান্ড এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। জস বাটলার তো খুবই বিধ্বংসী।'

নিজেদের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন শোয়েব। বিশেষ করে, উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে মুগ্ধ রাওয়ালপিন্ডি একপ্রেস, ‘ওদের কথা আর কি বলব! ওরা দুর্দান্ত খেলছে। বাবর-রিজওয়ান জুটি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনিং জুটি।’

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test