E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভিন্ন পজিশনে রামোস!

২০১৪ সেপ্টেম্বর ১১ ২১:২৮:৫৯
ভিন্ন পজিশনে রামোস!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ডিফেন্সের যে কোন জায়গা তো বটেই মিডফিল্ডেও নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা রাখেন সার্জিও রামোস। এ স্প্যানিয়ার্ডের এমন গুণের প্রমাণ পেয়েই ২০০৫ এ সেভিয়া থেকে তাকে বার্নাব্যুতে এনেছিলেন ফ্লোরেন্টিনো পেরেজ।

পরবর্তীতে সাবেক রিয়াল বস ক্যাপেলো,শুস্টার ও পেলেগ্রিনিকেও রামোসের সামর্থ্যের পূর্ণ ব্যবহার করতে দেখা গেছে।সেন্ট্রাল ডিফেন্ডার ছাড়াও ফুলব্যাক হিসেবে খেলতে দেখা গেছে তাকে।আর বর্তমান বস কার্লো অ্যানচেলোত্তিও সে পথে হেঁটেছেন।এ ইতালিয়ানের অধীনে এরই মধ্যে মিডফিল্ডার ও রাইটব্যাক হিসেবে খেলতে দেখা গেছে রামোসকে।আর কারভাহালের ইনজুরি ও আরবেলোয়ার ফর্মহীনতার সময়ে ফের একই কাজ করতে চলেছেন অ্যানচেলোত্তি। শনিবারের মাদ্রিদ ডার্বিতে তিনি রামোসকে রাইটব্যাক হিসেবে খেলানোর পরিকল্পনা করছেন বলে খবর দিয়েছে স্প্যানিশ মিডিয়া।

(ওএস/অ/সেপ্টেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test