E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা

২০২৫ এপ্রিল ০৭ ২২:৪৯:৫২
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানিক লাল ঘোষের একগুচ্ছ কবিতা










 

( ১)

জাগ্রত হোক মানবতা

পুড়ছে গাজা মরছে মানুষ
জ্বলে পুড়ে ছাই,
কোথায় আজ বিশ্ব বিবেক?
দেখার কেউ নাই!

জাগো মানুষ রক্তে জোয়ার
আরতো উপায় নাই
প্রতিবাদে গর্জে উঠুক
পুরো বিশ্বটাই।

( ২)

হায়রে মানবতা

আকাশে উড়ছে মানুষ
বাতাসে পোড়া লাশের গন্ধ
কাদের জন্য মানবাধিকার!
জাতিসংঘের মুখ বন্ধ।

চারদিকে শুধু ধ্বংসলীলা
হিংসা বিদ্বেষ আর দ্বন্দ্ব
এ খেলার শেষ কোথায়,
কবে হবে বন্ধ !!

( ৩ )

অপ্রিয় সত্য

জন্মভূমি ছেড়ে যাওয়া
এ বড় কষ্ট,
নষ্টদের দখলে সব
কথা স্পষ্ট।

পাঠকের মতামত:

০৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test