E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সতীসাধ্বী 

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৬:৫১:৫১
সতীসাধ্বী 











মোঃ সিরাজ আল মাসুদ

অর্ন্তর চোখে চাইছিলে
আকাঙ্খিত মুখ,
এজন্যই সারারাত প্রার্থনা
রাত পোহালেই যেন ধরা দেয় সুখ।

ধুলো আঁকো বিধাতার চোখে
যেন ভেতর দেখতে না পায়,
বিধাতা অর্ন্তযামী
তাঁকে ফাঁকি দেওয়ার নেই যে উপায়।

রাত পোহালে ঠিকই
ঘর ছেড়েছো অভিসারের তরে,
কি লাভ হলো? এক রাত ইবাদত
আর ছলচাতুরী করে।

রিকসায় হুটতুলে
প্রেমিকের বাহুডোরে গুল্মলতার মত,
জড়িয়ে থাকো আষ্টেপৃষ্টে
সারবে কি এ ক্ষত।

প্রেমিক হাত চিবুক ছুঁয়ে
নিতম্ব ছুঁতে চায়,
সাধ্য কার বাঁধা দেবে তারে
অমৃত সুধায়।

ঠোঁটের মাঝে ঠোঁট রেখে সে
আদিম কথা কয়,
ওড়নায় ঢাকো মুখ অবয়ব
দেখবে কেউ, দারুণ ভয়।

ফিরলে যখন লাজুক মুখে
রক্তিম আভা নিয়ে,
শরীরের ভাজে ফুটছে চিহৃ
যেন আজই- তোমার হলো বিয়ে।

ঠোঁট দুটোতে আদর চিহৃ
চিবুকে আঁকা চুম্বন,
গাল দুটো ভীষণ রক্তিম
ও সবই তোমার দুশমন।

এতো সতী নাম ফলকে
অন্তর্বাসের হুক রয়েছে খোলা,
প্রেমিক তোমার আস্ত পাগল
দুলিয়ে গেলো নাগরদোলা।

কদ্দিন আর বুলি আওড়াবে
সতীত্বপণা নিয়ে,
শীঘ্রই জানবে দেশবাসী
তুমি কেমন মেয়ে।

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test